এ কে খান : পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া গ্রামের সেকেন্দার-লুৎফা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় এ বছরেও দুবলিয়া গ্রামের খান বাড়ি সংলগ্ন ফাউন্ডশনের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এলাকার অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন সাদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুবলিয়া গ্রামের মরহুম সেকান্দার আলী খানের জ্যেষ্ঠ পুত্র ঢাকার ইমপালস হাসপাতালের পরিচালক ও ফাউন্ডশনের প্রস্তাবিত চেয়ারম্যান ডাঃ মোঃ লুৎফুল কবির খান দুলাল।
কম্বল বিতরণ পরবর্তী তিনি এলাকার সুধীজনদের সাথে ফাউন্ডেশনের নানা সামাজিক ও মানবিক কর্মসূচী সম্পর্কে পরামর্শমূলক আলোচনা ও মতবিনিময় করেন। এ সভায় সভাপতিত্ব করেন সেকেন্দার-লুৎফা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সংগঠনের প্রস্তাবিত চেয়ারম্যান ডাঃ মোঃ লুৎফুল কবির খান দুলাল। তিনি পরামর্শক মূলক আলোচনা ও মতবিনিময়ে সংগঠনটি প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্যে, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন সম্পর্কে নানা দিক নির্দেশনা দেন। অন্যদের মধ্যে ফজিলাতুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু, আলহাজ ডাঃ মোঃ আতাউর রহমান খান ও মোঃ আঃ সামাদ প্রাং প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, সামাজিক কার্যক্রম, চলমান কর্মসূচি ও প্রতিষ্ঠানের ভবিষ্যত কর্মপরিল্পনা সম্পর্কে সবার সামনে নাতিদীর্ঘ বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, আমি দীর্ঘ দিন যাবৎ এলাকায় এমন একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছিলাম। আজ এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণের কাজটি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি এ প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদের কর্মসূচি নিয়েও নানা দিক নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন অর্থের বিষয়টি কোন সমস্যা নয়, তিনি এলাকার মানুষের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন এ সেবামূলক প্রতিষ্ঠানটির মাধ্যমে এলাকায় যে সকল সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করা দরকার তা তিনি নিজ উদ্যোগে করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। তিনি শুধুমাত্র এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি যে প্রতিষ্ঠানটি শুরু করছেন তার কার্যক্রম হবে শুধু মানুষের সেবা ধর্মীয়। যে সকল সামাজিক কাজের মাধ্যমে এলাকার মানুষ ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা উপকার পাবেন তারই আলোকে তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করে যাবেন।
আলোচনায় ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে পরামর্শ মূলক খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। খোলামেলা আলোচনায় অংশ নিয়ে পরামর্শ প্রদান ও নানা সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ বাদশা আলম খান, মোঃ সারফুল আলম টুটুল খান, মোঃ আবির খান সানি, সামিউল খান অনুপ, মোঃ দ্বীপ খান, জনি খান, রনি খান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন সিকান্দার-লুৎফা ফাউন্ডেশনের মোঃ হেলাল কবির খান।
এর আগে ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় চত্বরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ডোবা সংস্কারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় ফাউন্ডশনের চেয়ারম্যান, অন্যান্য সদস্য ও এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ বছর এলাকার মানুষের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো শীত বস্ত্র কম্বল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে।