বিশেষ প্রতিনিধি : উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, প্রখ্যাত নারী সংগঠক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারী উন্নয়ন সংস্থা টি লএমএসএস এর শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ায় অবস্থিত সরকার অনুমোদিত দেশের উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে স্প্রিং-২০২৫ সেমিস্টারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০তলা নতুন একাডেমিক ভবন ও পুরাতন একাডেমিক ভবনে অনুষদ ভিত্তিক শনিবার সকাল ১০-টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং আইন অনুষদে ভর্তিচ্ছুক আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীরা ৫০ নম্বরের এমসিকিউ প্রশ্ন পত্রে ১ ঘন্টার পরীক্ষায় অংশ গ্রহণ করেন। সকাল ৯টা থেকে বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ছিল মুখরিত। ভর্তি পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ সহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও প্রশাসকবৃন্দ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা শেষে উপাচার্য প্রফেসর ড চিত্তরঞ্জন মিশ্র শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময় করেন। মতবিনিময়ে উপাচার্য সকলের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন এ বছর স্প্রিং-২০২৫ সেমিস্টার থেকে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, বাংলা ও আইন বিভাগ চালু হয়েছে। নতুন চালু হওয়া মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগসহ পুণ্ড্র ইউনিভার্সিটিতে ৪টি অনুষদে আন্ডার গ্রাজুয়েট ও গ্রাজুয়েটসহ সর্বমোট ১৯টি প্রোগ্রাম চালু রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা অনুসারে পুণ্ড্র ইউনিভার্সিটি আউটকাম বেইজড এডুকেশন কারিকুলাম অনুযায়ী বাই সেমিস্টার পদ্ধতিতে অর্থাৎ বছরে দু’টি সেমিস্টার স্প্রিং ও সামার এই দুই সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য আজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আসন খালি থাকা সাপেক্ষে বিশেষ ব্যবস্থায় ভর্তি পরীক্ষার মাধ্যমে স্প্রিং-২০২৫ সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। এ অবস্থায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের, বিভাগ প্রধান, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা ও মতবিনিময় শেষে উপাচার্য প্রফেসর ড চিত্তরঞ্জন মিশ্র সকলের সহযোগিতা কামনা সহ ধন্যবাদ জানান।