পাবনা প্রতিনিধি : একুশের ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পাবনাস্থ সুজানগর উপজেলা সমিতি।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) সকালে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পাবনাস্থ সুজানগর উপজেলা সমিতি।
এসময় উপস্থিত ছিলেন পাবনাস্থ সুজানগর উপজেলা সমিতির সভাপতি প্রফেসর বায়েজ উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মো: আলী আকবর মিঞা রাজু, সদস্য গোলাম কিবরিয়া, উপদেষ্টা আলতাফ হোসেন, অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় সকলের কন্ঠে ধ্বনিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।