রোটারী ক্লাব পাবনা নিউ সিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৫

রোটারী ক্লাব পাবনা নিউ সিটির  উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৫

নিজস্ব প্রতিনিধি : রোটারী ক্লাব পাবনা নিউ সিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৫।

২৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় শিমলা অডিটোরিয়ামে সুবিধা বঞ্চিতের মাঝে প্রতি বছরের মত এবার ও ধারাবাহিক ভাবে আগামী ঈদুল ফিতর যেন ভালোভাবে আনন্দ উপভোগ করতে পারেন সে লক্ষ্যে সমাজের নানান শ্রেণির সুবিধা বঞ্চিত মানুষ গুলো জন্য বিভিন্ন পন্য যেমন, শাড়ি, চাউল সহ ১৪ টি পন্য তাদের হাতে তুলে দেওয়া হয়। প্রায় ৩০০শ (তিনশ) জনের মাঝে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা শহরের বিশিষ্ট ব‍্যাবসায়ীও খ‍্যাতিসম্পন্ন সমাজ সেবক জনাব গোলাম রব্বানী কামনা সাহেব। জনাব কামনা সাহেব তার মূল‍্যবান বক্তব্য দেন এবং পন্য সামগ্রী উপস্থিত দুস্থদের হাতে তুলে দিতে পেরে অত‍্যান্ত আনন্দ প্রকাশ করেন। এই পন্য বিতরণ অনুষ্ঠানের প্রজেক্ট চেয়ার ছিলেন রোটারিয়ান পিপি আবুল হোসেন (পিএইচএফ) ।

আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান আইপিপি জিল্লুর রহমান, রোটারী আমিনুল ইসলাম পটল, Rtn আলতাফ হোসেন, রোটারিয়ান ডাঃ মন্জুরা রহমান, সহ সকল পর্যায়ের রোটারী বৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান পিপি আবো মোর্শেদ (পি এইচ এফ ), বিশেষ ভাবে সহযোগিতা করেন রোটারিয়ান সিরাজুল ইসলাম ( পি এইচ এফ ) সভাপতিত্ব করেন রোটারিয়ান বর্তমান ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান পিয়ার হোসেন বান্না ( পিএইচ এফ)

রোটারী ক্লাব পাবনা নিউ সিটি
Comments (0)
Add Comment