বীর বাহাদুর যতদিন থাকবে ততদিন পার্বত্য বান্দরবানে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে

রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

৪ ডিসেম্বর শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে রেইছা মসজিদের দ্বিতীয় তলা ভবন এবং মেঘলা এলাকায় ৪০ লাখ টাকা ব্যয়ে টিটিসি জামে মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আজিজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবুবিন মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহকারী নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবু খই মারমা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন শান্তি চুক্তির পর থেকে বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ধারাবাহিকভাবে হয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম তথা বান্দরবানের সার্বিক উন্নয়নে সকল রকম উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পার্বত্য বান্দরবানে সকল রকম সেবা সবসময় অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন সৃষ্টিকর্তা যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন বান্দরবানের মানুষের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ।

আপডেট বান্দরবান নিউজবীর বাহাদুর যতদিন থাকবে ততদিন পার্বত্য বান্দরবানে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে
Comments (0)
Add Comment