মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১১ বছর পর নির্বাচনী তফসিল ঘোষণা – চন্দ্রঘোনা ব্যবসায়ী কল্যাণ সমিতির মান-উন্নয়ন নিয়ে কি ভাবছেন ভোটাররা।
লিচু বাগান চন্দ্রঘোনার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রায় সাড় ৭ শ’ ভোটার রয়েছে। এই সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ অক্টোবর। এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের জীবন যাত্রার মান উন্নয়নের নিশ্চয়তা নিয়ে ভোটাররা সভাপতি পদপ্রার্থী মুহাম্মদ আব্দুল মালেক তালুকদার কে নিয়ে যা ভাবছেন ।
চন্দ্রঘোনা ব্যবসায়ী সমিতিকে গতিশীল করতে এবং ব্যবসায়ীদের নানাবিদ ব্যবসায় সক্রিয় করতে দিন-রাত ছুটেছেন অভিজ্ঞ সংগঠক ও ব্যবসায়ী মুহাম্মদ আব্দুল মালেক তালুকদার। নির্বাচনকে সামনে রেখে, গ্রামের হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের উঠোন বৈঠকেও তার সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের ব্যবসায়ী কর্মী-সমর্থকদের নিয়ে নতুন করে সংগঠিত হচ্ছেন তিনি। বিশেষ করে গ্রামের হতদরিদ্র, প্রান্তিক ব্যবসায়ী ও তরুণদের মাঝে উদ্যোক্তা সৃষ্টি এবং ব্যবসায়ীক দর্শন পৌঁছে দিতে দীর্ঘ বছর ধরে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। স্থানীয় অধিকাংশ ভোটাররা জানান, সাম্প্রতিক সময়ে ব্যবসার ক্ষেত্রে প্রকৃত ব্যবসায়ীদের উপস্থিতি অনেকটা দৃশ্যমান হয়েছে সভাপতি পদপ্রার্থী সৎযোগ্য ব্যবসায়ী মুহাম্মদ আব্দুল মালেক তালুকদারের সমর্থনে। লিচুবাগান অধিকাংশ ব্যবসায়ীরা জানান, মুহাম্মাদ আব্দুল মালেক তালুকদার লিচুবাগান ব্যবসায়ী সমিতির সাবেক প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন, রাঙ্গুনিয়া চেম্বার অব কমার্স এর বর্তমান সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা, চুফিপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক পদে থেকে জনসেবা,মানবিক প্রশংসনীয় কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখেছেন,যোগ্য এই ব্যক্তির বিভিন্ন স্তরে অবদান অনস্বীকার্য। অধিকাংশ ভোটের প্রত্যাশা আগামী ২৫ অক্টোবর ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ লক্ষে অভিজ্ঞ নেতৃত্বকে ফিরে আনতে ব্যবসায়ী ভোটাররা আগাম জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
নির্বাচনকে ঘিরে ভোটারদের ভরসা যে সকল ব্যবসায়ীরা নানা কারণে ব্যবসা থেকে দূরে সরে গিয়েছিলেন, তারাও এখন এম এ মালেক তালুকদারের সঠিক নির্দেশনার কারণে নতুন উদ্যমে চন্দ্রঘোনা ব্যবসায়ী কল্যাণ সমিতিকে উজ্জীবিত করতে প্রাণ প্রনে যুক্ত হচ্ছেন। দীর্ঘ ১১ বছর পর, নির্বাচনী তফশিল ঘোষণার সাথে সাথে,
চন্দ্রঘোনা-লিচুবাগানে বসা চায়ের আড্ডায় ব্যবসায়ী সমিতির নির্বাচনী আলোচনাই এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সভাপতি পদপ্রার্থী এম এ মালেক তালুকদার শুধু প্রচারেই নয়, সামাজিক যোগাযোগেও মূল্যায়ীত হচ্ছেন। ব্যবসায়ী মালেক তালুকদার নিজ ব্যবসার পাশাপাশি, সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন, বিভিন্ন সময়ে অসুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো, বেকার তরুণদের উৎসাহিত করা, কিংবা দুর্দশাগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ায় তিনি আসন্ন চন্দ্রঘোনা ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আলোচনায় এসেছেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে নিঃস্বার্থ যোগাযোগে তাকে আরও গ্রহণযোগ্য করে তুলছে বলে স্থানীয় অধিকাংশ ব্যবসায়ীরা মনে করেন। চন্দ্রঘোনা ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্তমান সভাপতি পদপ্রার্থী মুহাম্মাদ আব্দুল মালেক তালুকদার আগামীতে জয়ী হলে তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে ব্যবসায়ীদের সুশৃংখল রেখে ব্যবসায়ী সমিতর মান উন্নয়নে নিঃস্বার্থভাবে দিকনির্দেশনা দিয়ে সমিতি ও ব্যবসায়ীদের সুনাম অক্ষুন্য রাখবে এমনটি প্রত্যাশা করেন ভোটারা।