জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বের সর্ববৃহৎ শস্য চিত্রে উপস্থাপনে গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড

বিডি২৪ভিউজ : বগুড়া জেলার শেরপুর উপজেলার ভাবানীপুর ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বের সর্ববৃহৎ শস্য চিত্রে উপস্থাপনে গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেওয়ার জন্য শস্য রোপণ উদ্ভোধন ও অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক,তিনি এসময় স্বাধীনতার সুচনালগ্ন থেকে কৃষকদের দাবী আদায়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেছেন এবং বি এন পি সরকারের আমলে কৃষকদের উপর নির্বিচার এবং দাবী আদায়ের জন্য আন্দোলন করায় ১৮ জন কৃষক কে গুলি করে হত্যা করার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। তিনি আরো বলেন সরকার এ নিয়ে পাঁচ দফায় সারের মুল্য কমালো। ৮০ টাকার টিএসপি সার ২২ টাকা, ৭০ টাকার এমওপি ১৫ টাকা ও ৯০ টাকার ডিএপি ১৬ টাকায় দেওয়া হচ্ছে। তিনি এসময় প্রতিশ্রুতি ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অতীতের ন্যায় আগামীতেও কৃষকদের পাশে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সহায়ক হিসাবে কাজ করে যাবেন। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শস্য চিত্রে বঙ্গবন্ধু বাস্তবায়ন কমিটির আহবায়ক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ, জেলা আওয়ামীলীগ এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড
Comments (0)
Add Comment