বিডি২৪ ভিউজ ডেস্ক : পাবনা পুলিশ সুপার মোহম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) সাঁথিয়া উপজেলার গাঙ্গহাটি গ্রামের বাসিন্দা ১৯৫২ সালে মেট্রিক পাস খোদেজা বেওয়ার প্রতিমাসের চিকিৎসার ঔষধ খরচ প্রদান করবেন। ইতিমধ্যে খোদেজা বেওয়াকে দুই মাসের ঔষধ ক্রয়ের খরচ প্রদান করা হয়েছে । বিয়ের পর একমাত্র কন্যাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত খোদেজা বেওয়ার বর্তমান বয়স প্রায় ৮২/৮৫ বছর। Jago news24 এ প্রকাশিত নিউজে “একটি লেপের জন্য রাস্তায় ঘুরেন ১৯৫২ সালে মেট্রিক পাশ খোদেজা” লেখাটি দেখে তাৎক্ষণিকভাবে পাবনা পুলিশ সুপার জনাব মোহম্মদ মহিবুল ইসলাম খান খোদেজা বেওয়ার খোঁজ নিতে ওসি সাঁথিয়াকে তার বাড়িতে পাঠান। খোদেজা বেওয়ার বাড়িতে গিয়ে দেখা যায় ইতিমধ্যে বৃদ্ধাকে সাঁথিয়ার নির্বাহী কর্মকর্তা সহ অনেকে কম্বল ও লেপ প্রদান করেছেন।
কিন্তু উনার প্রতিমাসের ঔষধ ক্রয়ের টাকা সংগ্রহ করা খুব কঠিন। পুলিশ সুপার পাবনা এই বিষয়টি জানা মাত্র বলেন তিনি পাবনাতে যতদিন থাকবেন ততদিন এই বৃদ্ধার প্রতিমাসের ঔষধ ক্রয়ের খরচ তিনি প্রদান করবেন। খোদেজা বেওয়া যখন জানলেন পাবনা জেলা পুলিশের এসপি তার খোঁজ নিতে সাঁথিয়া থানার ওসিকে পাঠিয়েছেন তখন খোদেজা বেওয়ার আশ্চর্যের সীমা নেই। অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকলেন। ইনশাল্লাহ এভাবেই খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ পুলিশ জনগনের দুয়ারে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনাদের কোন পুলিশি সহায়তার প্রয়োজন আছে কি? সকলের সহযোগীতা আশা করছেন পাবনা পুলিশ সুপার মোহম্মদ মহিবুল ইসলাম খান ।
তথ্য সূত্র : জেলা পুলিশ পাবনা ফেসবুক আইডি ।