নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলার জুয়ার অভিযান চলাকালে আজ ৩রা ফেব্রুয়ারী পাবনা সদর থানার গাছপাড়া এলাকায় জুয়া খেলার সরঞ্জামাদি সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয় এবং রামানন্দপুর গ্রামে ফাঁকা মাঠে জুয়ার বোর্ডে অভিযান চালালে পুলিশকে দেখে ফাঁকা মাঠে জুয়াড়িরা পালিয়ে যায়। জুয়ার সরঞ্জামাদি আগুন দিয়ে পুড়ে ফেলা হয়। ঘটনাস্থল হতে জুয়াড়িদের ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করা হয়।
এছাড়া আমিনপুর থানার ৬ নং ওয়ার্ডের আহমেদপুর ইউনিয়নের দুর্গাপুর উত্তর পাড়া গ্রামের মেহগনি গাছের বাগানে আজ ০৩/০২/২০২১ খ্রিঃ বেলা ১৪.১৫ ঘটিকার সময় জুয়া খেলা অর্থাৎ টাকা দিয়ে তাস খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিট পুলিশিং অফিসার এসআই ব্রজেশ্বর বর্মন এর নেতৃত্বে ১/ মোঃ আব্দুর রশিদ,মোল্লা বয়স ৫০ বছর, ২ / আব্দুল হালিম শেখ, বয়স ৪০ বছর, ৩/ মোঃ ওয়াজেদ আলী মোল্লা, বয়স ৫৫ বছর, ৪/ মোঃ আবদুল কালাম মোল্লা সেলু, ৩২ বছর দেরকে ঘটনাস্থল হইতে জুয়াখেলা সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাটমোহর থানা পুলিশ কর্তৃক চাটমোহর থানার ছাইকোলা ইউনিয়ন এর ছাইকোলা পশ্চিমপাড়া সাকিনস্থ মোঃ হাসেম আলী এর চা-স্টলের ভিতর জুয়া খেলা অবস্থায় একই গ্রামের ১। মোঃ আব্দুল মান্নান (৫০), ২। মোঃ আঃ মতিন (২৮), ৩। মোঃ জাকাত আলী (৩৬), ৪। মোঃ আঃ মালেক (৩৮), ৫। মোঃ মোতালেব হোসেন (২৯)দেরকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন।