মাথার উপর কাঠ পড়ে রূপপুর প্রকল্পে এক শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অভ্যন্তরে কাঠের টুকরার আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে একটি বিল্ডিংয়ে কাজ করার সময় দুর্ঘটনায় ওই শ্রমিক গুরুতর আহত হন। রাত ৩টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত শ্রমিকের নাম সেলিম মোল্লা (৪৭)। তিনি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন চররূপপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত: নুরানি মোল্লার ছেলে। তাঁর স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। সেলিম মোল্লা রূপপুর প্রকল্পে ‘নিকিমত’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন নির্মান শ্রমিক ছিলেন। তিনি পাঁচ মাস আগে বিদেশ থেকে নিজ বাড়িতে ফিরে রূপপুর প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকুরীর যোগ দেন।

পুলিশ ও সংশিষ্ট সূত্রে জানা যায়, গভীর রাতে রূপপুর প্রকল্পের এক নম্বর চুল্লির পাশে বিল্ডিংয়ের নিচে কাজ করছিলেন তিনি। এসময় বিল্ডিংয়ের উপরে থাকা একটি কাঠের টুকরা ছিটকে মাথায় উপর পড়ে আঘাত লাগায় সেলিম মোল্লা তাৎক্ষণিক অজ্ঞান হয়ে পড়ে। অন্য শ্রমিকেরা অল্পের জন্য রক্ষা পান। কাঠের টুকরার আঘাত সেলিমের মাথা ও শরীরে লাগে। রাত ২টার দিকে তাঁকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মো: নাসীর উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিপূরণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে বিস্তারিত খোঁজখবর তাঁর জানা নেই।

 

মাথার উপর কাঠ পড়ে রূপপুর প্রকল্পে এক শ্রমিকের মৃত্যুরূপপুর প্রকল্পরূপপুর প্রকল্প নিউজসেলিম মোল্লা
Comments (0)
Add Comment