পাবনা পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট

বিডি২৪ভিউজ ডেস্ক : গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া আলোচিত পাবনা পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনের প্রাপ্তভোট পুনরায় গণনার নির্দেশ দেওয়া হয়েছে। এক রিট আবদনের প্রেক্ষিতে বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিচারপতি মজিবর রহমান ও বিচারপতি কামরুল ইসলাম মোল্লার দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে পাবনা পৌরসভা নির্বাচনের ভোট পুনরায় গণনা চেয়ে নির্বাচন কমিশনের আবেদনের পর হাইকোর্টে রিট দায়ের করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি।

উল্লেখ্য, গত শনিবার (৩০ জানুয়ারি) প্রশংসীয়ভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আলোচিত পাবনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শরিফ উদ্দিন প্রধান মাত্র ১২২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনিকে পরাজিত করে।

পাবনা পৌরসভাপাবনা পৌরসভা নির্বাচনপাবনা পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিত
Comments (0)
Add Comment