বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রিমন পালিত , বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর । আজ ২৮ ফেব্রুয়ারি রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন । এই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী, স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মোঃ ইয়াছির আরাফাত সহ আরো অনেকে। মোট পাঁচটি প্রকল্পের ২৮ কোটি ৬৩ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয় । উদ্বোধনকালে পার্বত্য মন্ত্রী বলেন ,পার্বত্য জেলা বান্দরবান একটি মডেল জেলা হিসেবে রূপান্তরিত হবে । পর্যটন নগরী হিসেবে বান্দরবানের স্থান সবার শীর্ষে থাকবে আর সেই সেই লক্ষ্যকে সামনে রেখে বান্দরবনে উন্নয়ন সাধিত হচ্ছে। ভবিষ্যতে আরো বেশি উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বান্দরবানে ।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
Comments (0)
Add Comment