মাহফুজ আলম, কাপ্তাই : খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন কাপ্তাইসহ রাঙামাটি জেলার অধিকাংশ স্হানে শিক্ষার সুযোগ প্রসারে. মারমা ছাত্রাবাস.তংচংগ্যা ছাত্রাবাস.ত্রিপুরা ছাত্রাবাস, মসজিদ.মক্ততব, মাদ্রাসা.বৌদ্ধবিহার, মন্দির, গির্জাসহ বিভিন্ন শিক্ষার অবকাাঠামো নির্মান ধারাবাহিক ভাবে করা হচ্ছে। এগুলো পরস্পরের মধ্যে বিবাদ সৃষ্টি না হওয়ার জন্য। সকাল সম্প্রদায়ের মানুষ যেন তাদের মতো করে গড়ে উঠতে পারে এবং লেখা পড়া. উপাসনা ও ইবাদত করার জন্য সযোগ যেন পায়। ধর্মীয় চর্চা করার সুবিধা পেয়ে যেন সুশিক্ষিত হয় ভবিষ্যৎ জীবনে বৌচিত্রময়ের মত উপস্থাপন করার জন্য।
৯ মার্চ মঙ্গলবার বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল কাপ্তাই মারমা ছাত্রাবাস হল রুমের ভিত্তিপ্রস্তর ও দ্বিতল ভরন উদ্বোধন অনুষ্ঠান শেষে বি.এম.এসসি’র আয়োজনে কাপ্তাই উপজেলা মিলনায়তন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী. জেলাপরিষদ সদস্য দ্বীপ্তিময় তালুকদার. কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক. কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল.ওয়াগ্গা আ’ লীগ সাধারণ সম্পাদক অমলদে প্রমুখ।