বিডি২৪ভিউজ অনলাইন থেকে আয় : ফেসবুক পেজ থেকে আয় করার কৌশল নিয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্বের পর আজ থাকছে শেষ পর্ব । যারা আগের পর্ব দেখতে পারেন নাই তারা বিডি২৪ভিউজ নিউজ পোর্টাল ভিজিট করে জেনে নিতে পারেন । লকডাউনে যারা ঘরে বসে আছেন তাদের কথা মাথায় রেখেই আমার এই ক্ষুদ্র প্রয়াস । যদি ভাল লাগে তাহলে নিয়মিত ফেসবুক থেকে আয় করার পরামর্শ পাবেন একদম ফ্রি ।
আগের সকল পর্বে নিয়ম কানুন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি । এই পর্বে থাকছে প্রশ্ন-উত্তর পর্ব । যারা একদম বুঝতে সমস্যা হলে আমাদের বিডি২৪ভিউজ ফেসবুক পেজে নক করতে পারেন । যে কোন সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করব সাধ্যমত । আপনি কোন বিষয়ে পারদর্শী সে বিষয়ের উপর ভিডিও বানিয়ে ফেলুন । সর্বনিম্ন তিন মিনিটের ভিডিও বানিয়ে আপলোড করেত থাকুন আপনার ফেসবুক পেজে । আগের পর্বে বলেছি ভিডিও অবশ্যই নিজস্ব হতে হবে । আপনাকে সরকারী বিধিনিষেধ মেনে ভিডিও দিতে হবে । কারো সম্মান নষ্ট করে বা কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও বানাবেন না । কারণ ফেসবুক এটা সাপোর্ট করবে না আপনার আয়ের ক্ষেত্রে ।
আপনি যদি সিদ্ধান্ত নেন ফেসবুক পেজ থেকে আয় করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনাকে ধর্য্যধারণ করে কাজ করতে হবে । আপনি পারবেন যদি আপনার আয় করার ইচ্ছা থাকে । এ বিষয়ে ইউটিউবে শত শত বাংলা টিউটোরিয়াল রয়েছে আপনি সার্স দিয়ে দেখতে পারেন কিভাবে ফেসবুক পেজ থেকে আয় করা যায় । ফেসবুক পেজ থেকে আয় করার প্রথম শর্ত হচ্ছে আপনি আয় করেবেন কিনা তার উপর নির্ভর করে ।
মোট কথা আপনাকে ফেসবুক পেজ থেকে আয় করতে হলে আপনাকে অবশ্যই একটি ফেসবুক পেজ থাকতে হবে এবং সে পেজে ১০ হাজার লাইক বা ফলোয়ার থাকতে হবে । তিন মিনিটের ভিডিওতে কমপক্ষে একমিনিট করে ৩০ হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে দুই মাসের মধ্যে । আগামী পর্বে থাকছে কিভাবে খুব সহজে ইউটিউব থেকে ভিডিও আপলোড করে আয় করা যায় । পড়তে চোখ রাখুন বিডি২৪ভিউজ ডট কম নিউজ পোর্টালে । আর লাইক দিয়ে সাথেই থাকুন আমাদের ফেকবুক পেজ বিডি২৪ ভিউজ এ ধন্যবাদ ।