মেহেদী হাসান আকন্দ: ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার (৩০ মার্চ) নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। পদাধিকারবলে জেলা প্রশাসক সভাপতি হওয়ায় এই পদে কোন নির্বাচন হয় নাই। মোট ৭০জন ভোটারের মধ্যে ৬৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছেন। সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ৩৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল ২২ভোট পেয়েছেন। সম্পাদক পদে এম. মুখলেছুর রহমান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ২২ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে এ কে এম আব্দুল্লাহ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি সুজাদুল ইসলাম ফারাস ৩২ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে আলতাবুর রহমান কাশেম ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মো. নজরুল ইসলাম ৩২ ভোট পেয়েছেন। সাহিত্য সংস্কৃতি পদে আনোয়র হোসেন চৌধুরী ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মনোরঞ্জন সরকার ২৬ ভোট পেয়েছেন। দপ্তর ও লাইব্রেরী সম্পাদক পদে দিলওয়ার খান ২৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জাহিদ হাসান ২৪ভোট পেয়েছেন। সম্মানীত সদস্য পদে নাজমুশ শাহাদৎ নাজু ৫৩ ভোট আলপনা বেগম ৪৩ ভোট, শিমুল মিলকী ৩৮ ভোট ও ম. কিবরিয়া চৌধুরী হেলিম ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও প্রচার প্রকাশনা সম্পাদক পদে সঞ্জয় সরকার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে হানিফ উল্লা আকাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, এ্যাডভোকেট আমিনুল ইসলাম, সহকারী কমিশনার হিসাবে দায়িত্বে ছিলেন, এ্যাডভোকেট সারোয়ার খান ও সাংবাদিক ফেরদৌস আহম্মেদ বাবুল।