ইবি প্রতিনিধি : দাবি আদায়ে এবার উপাচার্যের কার্যালয়ের মেঝেতে বসে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা।
রোববার সকাল ১১টা থেকে দুুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেয় ঘন্টা সেখানে অবস্থান নেন তারা। এসময় দাবির বিষয়গুলো নিয়ে আরও বিশদভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে কার্যালয় ত্যাগ করেন উপাচার্য।
জানা যায়, ১২ দফা দাবি নিয়ে সকাল ৯ টায় প্রশাসন ভবনের সামনে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তারা। পরে সকাল ১১টায় তাদের দাবিসমূহ সোমবার অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেন তারা। এসময় কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় অর্ধশত কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে বেলা চারটার দিকে সমিতির সভাপতি ও সম্পাদক উপাচার্যের বাসভবনে প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসেন। সেখানে উপাচার্য তাদের কিছু দাবি সিন্ডিকেটের এজেন্ডাভূক্ত রাখার আশ্বাস দিয়েছেন বলে জানান কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট। এ বিষয়ে জানতে উপাচার্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।