নিজস্ব প্রতিনিধি : পাবনায় সুজানগর ব্লাড ডোনার ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ ফেব্রয়ারী) বিকালে সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সুজানগর ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা ওমায়ের সাদাতের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম শিমুলের সঞ্চালনায় ব্লাড ডোনার ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা: আব্দুল আওয়াল ও ডা: কামরান।
স্বাগত বক্তব্য দেন সুজানগর ব্লাড ডোনার ক্লাবের সভাপতি আলামিন হোসেন। অন্যদের মাঝে ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সুজানগর মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য এম এ আলিম রিপন, প্রভাষক জহুর আহমেদ সরকার নিক্সন, ডা: শরিফুল ইসলাম,ডা: নুরুল ইসলাম, মোজাম্মেল হক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহ, মাসুদুর রহমান, ব্লাড ডোনার ক্লাবের সদস্য সজল হোসেন, নাহিদ হোসেন, বায়জিদ হোসেন, রাকিব হোসেন, রুবেল হোসেন, অমি, জহুরুল হোসেন,ফয়সাল হোসেন, মামুন, নাজমুল,সোহান, আমির,গোলাম ইয়াছিন, ইলিয়াস ইব্রাহিম, সিরাজুল, আসাদুল, মুন, রাকিবুল, ইয়াছিন, বাদশা খান, নিরব, নাজমুল, শেখ মেহেদী ও আমিরুল ইসলাম প্রমুখ।
সুজানগর ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা ওমায়ের সাদাত বলেন রক্তদান কে একটি সামাজিক আন্দোলনে রুপ দিতে চাই।