রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে বান্দরবানে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উন্মে কুলসুম। বান্দরবান ব্রিগেড সেনানিবাসের প্রতিনিধি( জি৩ )ক্যাপ্টেন মান্নান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলা ও উপজেলার বিভিন্ন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ,সাধারণ সম্পাদক এবং সদস্যরা।
সভায় দুর্গা পূজা আয়োজক কমিটি জানায়, আগামী ৯ অক্টোবর সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও দেবীর মুখোন্মোচনের মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। আগামী ১৩ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্ত হবে।
পাঁচদিনব্যাপী বান্দরবান রাজার মাঠে নানা আয়োজনে মহাসমারোহে এই শারদীয় উৎসব উদযাপন হবে। এসময় সভায় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দরা দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা,পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যদের পূজামন্ডপে উপস্থিতি,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত বান্দরবান সদরসহ জেলার ৭টি উপজেলায় ৩২ টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে আর শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।