গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভৃঙ্গরাজ এলাকায় গত কয়েক দিন ধরে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাঁটায়। এক শ্রেণির দালালদের মাধ্যমে এসব মাটি কিনে ইট তৈরির কাজে লাগাচ্ছেন ভাটা মালিকরা। মাটি কাটার ফলে ওই এলাকায় কৃষকের সেচের ড্রেন ভেঙ্গে যাওয়ায় কৃষকদের ক্ষোভ । উপজেলা কৃষি কর্মকর্তা বলেছেন, কেউ যদি অভিযোগ করে তাহলে তদন্তসাপেক্ষে তার বিরোদ্ধে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে।
উপজেলার ভৃঙ্গরাজ এলাকায় ৭০ একর জমি চাষাবাদের জন্য কৃষকরা একটি ড্রিপ টিউবয়েলের মাধ্যমে র্দীঘ দিন যাবত চাষাবাদ করে আসছে। কিন্তু গত দুই দিন যাবত নদীর পাড় ঘেসে একটি কুচক্রী মহল রাতের আন্ধকারে মাটি নিয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাঁটায় ।
জমি থেকে গভীর করে ভেকু দিয়ে মাটি কেটে নেওয়ায় পাশে থাকা কৃষি জমির সেচের ড্রেনজ ব্যবস্থা ধসে পড়েছে। এতে বিপাকে পড়েছে কৃষকরা ।
তাদেরকে বার বার নিষেধ করার পরও তারা কোন কথা শুনেনি বলে অভিযোগ এলাকার কৃষকদের । কালিয়াকৈর উপজেলার কৃষি অফিসার আশীষ কুমার কর জানান এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্তা গ্রহণ করা হবে ।
কালিয়াকৈর এলাকার কুষকেরা বিষয়টি সরকারের উধ্বতন কর্তৃপক্ষের দৃস্টি আকর্শন করেছে । অবিলম্বে তারা কৃষি জমির মাটি কাটা বন্ধ করার দাবী জানান ।