কমল চন্দ্র রায়, ফুলবাড়ী(দিনাজপুর) থেকে : দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন কয়লা খনি শ্রমিকারা।
৮ মার্চ সোমবার সকালে দিনাজপুর ফুলবাড়ী প্রেসক্লাবে বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকগণ।
সংবাদ সম্মেলনে কয়লা খনি শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, ৬০৪ জন শ্রমিক পরিবার পরিজন ছেড়ে কয়লা খনিতে দীর্ঘ ৭ মাস বন্দি অবস্থায় কাজ করে আসছিল। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ও পার্শবর্তী মধ্যপাড়া পাথর খনিসহ সব প্রতিষ্ঠান উন্মুক্ত করা হলেও কয়লা খনির এই শ্রমিকদের ভিতরে থেকেই এতোদিন কাজ করতে হয়েছে। তাই বাধ্য হয়ে রোববার রাতে সবাই কাজ বন্ধ করে বের হয়ে আসে।
খনির প্রধান গেট উন্মুক্ত, করোনা ভ্যাকসিন প্রদান করে স্ব স্ব কাজে যোগদান, আন্দোলনের সময় আটককৃত শ্রমিকদের মুক্তি প্রদান, মিথ্যা মামলা প্রত্যাহারসহ বেশ কয়েটি দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলন শেষে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন কয়লা খনির শ্রকিকেরা।