রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রাশিয়ায় আরও একটি রেফারেন্স ইউনিটে জ্বালানী লোডিং শুরু
বিডি২৪বিউজ ডেস্ক : রাশিয়ার লেনিনগ্রাদ-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর ১২০০ রিয়্যাক্টরে ১৬৩টি জ্বালানী এসেম্বলীর প্রথম সেট লোডিং সম্পন্ন হয়েছে। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি রেফারেন্স ইউনিট। জ্বালানী লোডিং-এর মাধ্যমে ইউনিটের ফিজিক্যাল স্টার্ট-এর সূচনা হয়। বর্তমানে রাশিয়ায় অনুরূপ ৩টি ইউনিট সফলভাবে বিদ্যুৎ উৎপাদন করছে। লেনিনগ্রাদ-২ প্রকল্পের পরিচালনার দায়িত্তে রয়েছে রসাটমের বিদ্যুৎ বিভাগ রসএনার্গোএটম। জ্বালানী […]