সাংবাদিকতা মহামারির চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে
মেহেদী হাসান আকন্দ: যুদ্ধক্ষেত্র থেকে শেষ সৈনিকটিও পালাতে পারে। কিন্তু তখনও সাংবাদিককে থাকতে হয় সেই পলায়নের খবর অন্যদের জানাতে। তাই অবকাশ যাপনে গিয়েও আমাদের চোখ-কান খোলা থাকে। পশ্চিমা প্রবাদে বলা হয়ে থাকে, সায়েন্স নেভার স্লিপস। অথাৎ বিজ্ঞান কখনো ঘুমায়না। এই কথা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে আরোও বেশি সত্য। ঘুমায়না শুধু নয় সংবাদমাধ্যম ঘুমানোর কথা চিন্তাও করেনা। […]