প্রতিপালক/ কাজী আতীক
প্রতিপালক/ কাজী আতীক। স্পর্শ যাদুতে পাষাণ গলে- আমি ছুঁতে চাই, ছুঁতে পারিনা আরাধ্য কাল। অথচ- জানি, তুমি না ছুঁয়েও গলিয়ে দিতে পারো অনুদার প্রেক্ষিত কিংবা সংকল্পগুলো তীব্র তাপ প্রবাহে যেমন বৃষ্টি অঝোর। নিশ্চয়ই তুমি দীর্ঘ করোনা বৈরী সময় কেবল- যেটুকু মানুষের সহ্য সীমায়, সতর্কবার্তা স্বরূপ, যদি বোধোদয় হয়ে যায়, এসবের মাঝেই তোমার অস্তিত্বের জানান, যদিও […]