নবীনগরে আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন নিয়ে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জিনোদপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে আহবায়ক ও যুগ্ন আহবায়ক । উপজেলার জিনোদপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের নব-গঠিত আহবায় কমিটি গত ৯জুন জৈষ্ঠ্যতার তোয়াক্কা না করে, বিতর্কিত, অযোগ্য, সুবিধাবাধী, নব্য অনুপ্রবেশকারীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে দিয়ে গঠিত হয়েছে, এমন অভিযোগ এনে গঠিত কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ হারুনুর রশিদেও নেতৃত্বে মঙ্গলবার বিকেলে বাঙ্গরা বাজারে সংবাদ সম্মেলন করেন স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়।

অপর দিকে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কটাক্ষ করে বক্তব্য দেওয়া, নব-গঠিত আহবায়ক কমিটি সম্পর্কে মিথ্যা তথ্য প্রধানসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, জিনতপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে জিনতপুর বাজারে বুধবার সন্ধ্যায় পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সফিকুল ইসলাম ভূইয়া বলেন, নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা স্বপ্না বেগমের হত্যা মামলার অন্যতম আসামী নাসিম সরকার,তার ছেলে ও ভাই, চঞ্চল সরকারের ভাই নাহিদ স্বপ্না হত্যা মামলার আসামী হওয়ার কারনে, তাদের দু-জনকে জিনতপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটিতে স্থান দেয়নি উপজেলা আওয়ামী লীগ। কমিটিতে স্থান না পাওয়ার যন্ত্রনায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নব-গঠিত আহবায়ক কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। গত ৫বছর আগে তৎকালীন কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর, ঝিমিয়ে পড়া জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মকান্ড চাঙ্গা করতে উপজেলা আওয়ামী লীগ গত ৯জুন ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে দেন । উপজেলা আওয়ামী লীগের নিদের্শ মোতাবেক দলিয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জিনতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আবদুর রহিম,আলী আকবর মাস্টার,কমিটির সদস্য, হাজী মো.জামাল উদ্দিন,হাজী সিদ্দিকুর রহমান, আবুল কালাম মেম্বার, খোরশেদ আলম, মো. আমির হোসেন, সামছুন্নাহার বেগন,আকলিমা আক্তারসহ আরো অনেক । সংবাদ সম্মেলনে আহবায়ক কমিটির ৩০জন সদস্য উপস্থিত ছিলেন,অন্যরা ঢাকায় বসবাস ও বিভিন্ন কারনে সভায় যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন নবগঠিত কমিটির আহবায়ক সফিকুল ইসলাম ভূইয়া। সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বাষির্কী কেক কেটে পালন করেন জিনতপুর ইউনিয়ন আওয়ামী লীগ।

নবীনগর আওয়ামী লীগনবীনগরে আওয়ামী লীগের আহবায়ক কমিটি
Comments (0)
Add Comment