পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের মনোনয়ন বাতিল করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের উদ্যোগে সোমবার রাতে সাঁড়ার কারিগর পাড়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আব্দুর রশিদ। বক্তব্য দেন জেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ জুয়েল চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ বলেন, বিগত উপজেলা নির্বাচনে নৌকা প্রতিকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থীর আনারস প্রতিকের হয়ে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে সাঁড়ার বর্তমান চেয়ারম্যান এমদাদুল হক রানা বিতর্কিত হন। সেই সময় সাঁড়া ইউনিয়নে নৌকার জামানত বাজেয়াপ্তোর ঘোষণা দিয়ে নৌকার পোষ্টার ছিঁড়ে ফেলা, প্রচার মাইক ভাংচুর করা সহ নৌকা বিরোধী সব ধরণের কার্যক্রমে অংশ নেন। সেই সমস্ত সংবাদ স্থানীয় সংবাদ মাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। অথচ তাকেই এবার এই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। এতে এলাকায় আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এ কারনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ দলীয় নেতা-কর্মীরা তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিসে অভিযোগ পত্র দাখিল করেছেন।
মনোনয়ন প্রত্যাশী জুয়েল চৌধুরী বলেন, সাঁড়া ইউনিয়ন পরিষদের আসন নির্বাচনে এমদাদুল হক রানা সরদারের মনোনয়ন বাতিল করে যে কাউকে মনোনয়ন প্রদান করা হলে আমরা যারা মনোনয়ন প্রত্যাশি ছিলাম তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য মাঠে নামব।
সংবাদ সম্মেলনে সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. হামিদুল, কৃষক লীগ নেতা মো. জসিম উদ্দিন, যুবলীগ নেতা জিয়াউর রহমান, এমদাদুল হক সোহাগ, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সাকিব, সজিব হোসাইন, দীপ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।