নিজস্ব প্রতিনিধি : ২০ মার্চ ২০২২ অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন। ৫ বছর পর অনুষ্ঠিত এবারের নির্বাচনে একাধিক প্যানেল অংশ নিচ্ছে। ১২০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষা সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেল আজমতগীর-জাফর’ প্যানেলে (ব্যালট-খ) জন-জরিপে এগিয়ে রয়েছে। আজমতগীর-জাফর প্যানেলের সভাপতি প্রার্থী পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক অলিউল্লাহ মো. আজমতগীর। মহাসচিব প্রার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ সৈয়দ জাফর আলী।
শিক্ষা ক্যাডারের সমস্যা সমাধানে সবার মতামতের উপর ভিত্তি করে অগ্রাধিকার বিবেচনায় ১০০ দিনের কর্মসূচি প্রণয়ন করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত কোর কমিটির সুপারিশ অনুযায়ী পদ আপগ্রেডেশন ও পদ সৃষ্টির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে যথাসময়ে পদোন্নতি নিশ্চিত করতে ১৯৮৭ সালের সমীক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী পদ সৃষ্টির ব্যবস্থা করবে এই প্যানেল।
The election of BCS General Education Committee is being held on 20 March 2022. Multiple panels are taking part in this election held after 5 years. Elections will be held for 120 posts. In the election of the education committee, the panel believing in the spirit of the liberation war is ahead in the Azmatgir-Jafar’s panel (Ballot-B). Azmatgir-Jafar panel candidate Director of the Department of Inspection and Audit Professor Aliullah Azmatgir. The candidate for the post of Secretary-General is Syed Zafar Ali, Associate Professor, Department of Political Science and Principal, Mohammadpur Central College.
The panel will formulate a 100-day program based on the views of all to solve the problems of the education cadre as per the recommendations of the Core Committee constituted under the direction of the Hon’ble Prime Minister.