পাবনা প্রতিনিধি : পাবনা জেলা জতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে স্মরন সভার আয়োজন করা হয়। পাবনা জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাদের খান কদরের পরিচালনায় স্মরন সভায় আরো বক্তব্য দেন, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর আলী খান মান্না, পাবনা জেলা শাখা সহ-সভাপতি নাদিম হোসেন ডাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রিপন, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া সুলতানা হ্যাপীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যানের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদ ছিলেন একজন সফল রাষ্ট্রপতি, বর্তমানে দেশের যে সকল উন্নয় হচ্ছে তা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাস্তবায়ন করে রেখে গিয়েছেন তা বর্তমান সাধারণ মানুষ ভোগ করছে। হুসেইন মুহম্মাদ এরশাদ গ্রাম বাংলার সাধারন মানুষের প্রকৃত বন্ধু ছিলেন, এজন্য গ্রাম বাংলার মানুষ তাকে ভাল বেসে তার নাম দিয়েছেলেন পল্লীবন্ধু। তিনি মানবতার সার্থে দেশের সার্থে জনগণের সার্থে আজীবন কাজ করে গেছেন। জাতীয়পার্টি তার এই সু-নাম ধরে রাখতে সক্ষম হবেন এবং দেশ ও মানব সেবায় কাজ করে যাবে। স্মরন সভা শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।