নিজস্ব প্রতিনিধি : বিএনপি-জামায়াতের নৈরাজ্যে ও প্রধান বিচারপতির বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, বাসে আগুন, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে শান্তি সমাবেশ ও মোটর শোভাযাত্রা করেছে স্থানীয় সংসদ সদস্য ।
শনিবার(২৮ অক্টোবর) বিকালে এ শান্তি সমাবেশ ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৫টায় শান্তি সমাবেশ ও মোটর শোভাযাত্রার উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগ নেতা জহুরুল হক মালিথা।
শান্তি সমাবেশে নুরুজ্জামান বিশ্বাস বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি আজ রাজধানীতে নৈরাজ্যের সৃষ্টি করেছে। স্বাধীনতার এ অপশক্তি সব সময়ই ভাঙচুর ও অগ্নি সন্ত্রাসের রাজনীতি করে। আগামীকাল দেশব্যাপী হরতালের নামে বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, জনসাধারনের জান-মালের নিরাপত্তার জন্য আঃলীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তা মোকাবেলা করবে। বিএনপি কখনো এদেশের উন্নয়ন চায় নি। তারা সব সময় এ দেশকে পাকিস্তান বানাতে চেয়েছে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হবে। এদেশে স্বাধীনতার বিরুদ্ধের অপশক্তিদের বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই।
ঈশ্বরদী পৌর ৯ নং ওয়ার্ড আওয়ালীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে শান্তি সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডের আকবর মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দারা, মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইমলাক হোসেন বাবু, সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক সজিব মালিথা, শরিফুল ইসলাম শরীফ, যুবলীগ নেতা মিলন চৌধুরী, বিশ্বাস ফাউন্ডেশন চেয়ারম্যান, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন অবুজ সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল উদ্ধোধন উপলক্ষে সন্ধার পর মিষ্টি বিতরন করে আনন্দ উল্লাস করেছেন নেতাকর্মীরা।