মো: শিপন, জেলা প্রতিনিধি বান্দরবান : বান্দরবানের লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আজিজ নগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬আগষ্ট) সকালে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে পুলিশ সুত্রে জানা যায়, লামা উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক ও আজিজ নগর ইউনিয়েনের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে লামা ও বান্দরবান সদর থানায় ৪টি মামলা হয়েছে।
দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চালালেও পলাতক থাকার কারনে তাকে গ্রেপ্তার করা যায় নি।অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে অভিযান পরিচালনা করে আজ সকালে গ্রেপ্তার করা হয় তাকে।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল করিম জানান শনিবার সকালে বান্দরবানের পুলিশের একটি অভিযানিক দল চট্টগ্রাম থেকে আজিজ নগর ইউনিয়নের চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের টিম এখনো চট্টগ্রামে অবস্থান করছে তারা ফিরলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।