খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারে  বিশেষ প্রার্থনা

মাহফুজ আলম, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাইয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন হয়েছে। বৃহস্পতিবার  সকাল ৯টার দিকে কাপ্তাই 

চিৎমরম বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষের উপস্থিতি তে মূল প্রার্থনা অনুষ্ঠিত হয় । এ সময়  খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঐতিহ্যবাহী বৌদ্ধবিহার এ 

পঞ্চশীল, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, বৌদ্ধ মুর্তি দান সহ নানাবিধ দান   উপজেলা যুবদলের  যুগ্ম আহ্বায়ক বাবু সুমন মারমা এ প্রার্থনার আয়োজন করেন। 

রাজবন বিহারের বনভান্তের উপস্থিতিতে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, চিৎমরম ইউনিয়ন বিএনপির

সহ-সাধারণ সম্পাদক বাবু সাচিংউ মারমা, কাপ্তাই উপজেলা শাখা যুবদলের সদস্য

মোঃহোসেন, ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সঞ্জয় তনচংগ্যা,চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিংমং মারমা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সি:যুগ্ম সাধারণ সম্পাদক টিপু তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন, সাগর মারমা যুবদলের নেতা, মংসাইনু মারমা দপ্তর সম্পাদক কর্ণফুলি কলেজ ছাত্রদল, ৯নং

ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক উসামং মারমা,স্রামং মারমা সহ যুবদল ও ছাত্রদল এর বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন ধর্মাবলম্বীর নেত্রীস্থানীয়  ব্যক্তিবর্গরা।

খালেদা জিয়া
Comments (0)
Add Comment