নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট-এর উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২০ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তন প্রতিযোগিদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াতে মুখরিত হয়ে উঠে। ২০২০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা ৭টি ভেন্যুতে উপজেলার ২১ ইউনিয়ন ও নবীনগর পৌর সহ ৫৬ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১শত শিক্ষার্থী অংশ গ্রহন করে ১০জন ফাইনাল রাউন্ডে উঠে আসে। কোরআন তেলাওয়াত শেষে জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, জেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি,নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালালউদ্দিন মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহবুব আলম লিটন, মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট এর প্রধান নিবার্হী মো. রিফাতুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর- শিফাতুল হক শিবলী, রবিন সাইফ প্রমুখ। প্রতিযোগিতায় নবীনগর সদরে অবস্থিত মুস্তাকিম বিল্লাহ তাহফিজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী আশরাফুল আলম প্রথম স্থান,রসুল্লাবাদ জামিয়া ইসলামিয়া খালেকিয়া মাদ্রাসার শিক্ষার্থী আহসান উল্লাহ ২য় ও কুলাসিন দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. তাওহিদুল ইসলাম ৩য় স্থান অধিকার করেন। বিজয়ীদেও হাতে প্রথম পুরস্কার হিসেবে ৩০হাজার ২য় পুরস্কার ২০ হাজার ৩য় পুরসাকার ১০ হাজার এবং অনান্য প্রতিযোগিদেরকে ৫হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট সহ হেলথ কার্ড তুলে দেন অতিথিগন।