বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা অনলাইন নিউজ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আনোয়ারা প্রতিনিধি : ১ম বর্ষ পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ, সময়ের সাথে আগামীর পথে এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনোয়ারা অনলাইন নিউজ টিভির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুর ৩ টায় আনোয়ারা অনলাইন নিউজ টিভি পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আবদুল নুর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রধান সাংবাদিক নুর মোহাম্মদ রানা, দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরো সাংবাদিক নজরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ১নং বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বিশিষ্ট ব্যাংকার জয়নাল আবেদীন আয়াজ, সাবেক আনোয়ারা উপজেলা যুবলীগের ক্রীড়া ও পাঠাগার সম্পাদক সালাহ্ উদ্দীন সারু, আনোয়ারা প্রেসক্লাবের সহ-সভাপতি বদরুল হক, আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা মাষ্টার হাসেম রাজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা অনলাইন নিউজ টিভি পরিবারের সদস্য ও প্রেস ক্লাবের অফিস ও দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ারা অনলাইন নিউজ টিভির পরিচালক ও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম। আলোচনা সভায় অতিথিরা আনোয়ারা অনলাইন নিউজ টিভির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং সেই সাথে অনলাইন নিউজ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারণ তুলে দেন আনোয়ারা অনলাইন নিউজ টিভি পরিবারের সদস্যবৃন্দ। পরে অতিথিরা কেক কেটে অনলাইন নিউজ টিভির বর্ষপূতি উদযাপন করেন। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারা অনলাইন নিউজ টিভি পরিবার ও প্রেস যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরানুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাবিদ, অর্থ সম্পাদক ওসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক রিয়াদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান হৃদয়, সমাজসেবা সম্পাদক হাসান ইমরান চৌধুরী, নির্বাহী সদস্য কে এম হাছান,শেখ আব্দুল্লাহ, মোঃ জামশেদ, মোঃ আলবীন, সাংবাদিক ইকবাল, স্বাধীন চেতনা প্রজন্ম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সহ-সভাপতি সিহাব উদ্দিনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনলাইন নিউজ টিভিআনোয়ারা অনলাইন নিউজ টিভিআনোয়ারা প্রেস ক্লাব
Comments (0)
Add Comment