পাবনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে খতমে কোর-আন, আলোচনা সভা এবং দোয়া মাহফিল

পাবনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে খতমে কোর-আন, আলোচনা সভা এবং দোয়া মাহফিল

এস, এম, সাইফুর রহমান, পাবনা : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গয়েশপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে খতমে কোর-আন, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোতাহার হোসেন মুতাই এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মো: মোশাররফ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু না জন্ম নিলে আজ আমরা এই বাংলাদেশ পেতাম না। হাজার বছরেও এরকম মহান ব্যক্তি জন্ম নেয় না। তার সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হয়েছি। আমাদের এই যাত্রা কোন অপশক্তি প্রতিরোধ করতে পারবে না। গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোতাহার হোসেন মুতাই বলেন, বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা সেস্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন।
উল্লেখ্য, সকাল ৯ ঘটিকায় স্থানীয় মাদ্রাসার ছাত্রগণ পবিত্র কোর-আন খতম করেন এবং আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গয়েশপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: সাইদুজ্জামান, ইউপির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন প্রতীকের নির্বাহী পরিচালক এস, এম, সাইফুর রহমান, গয়েশর প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক দলের সভাপতি আব্দুল লতিফ শেখ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন পেশা-জীবী, মাদ্রাসার ছাত্র উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে সকল অংশগ্রহণকারীদের দুফুরের খাবার খাওয়ানো হয়।

পাবনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে খতমে কোর-আন
Comments (0)
Add Comment