মোশাররফ হোসেন, মদন: নেত্রকোনা মদনে সারা দেশের ন্যায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জাতীয় জন্ম দিবস ও শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচির মধ্যে দিয়ে এই দিবসটি পালিত হয়। সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গুলো ফুল দিয়ে জাতির জনককে স্মরণ করে। পাশা পাশি বিকালে উপজেলা বঙ্গবন্ধু পরিষদ এক আলোচনা সভা ও মিল্লাদ মাহফিলের আয়োজন করে। অপর দিকে মদন পৌরসভার জাতির জনকের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংকৃতি সন্ধ্যার আয়োজন করে।
এতে সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, সভা পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ, এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাসার খান একলাছ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার সাহাদাত সানোয়ার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ মোঃ শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম হান্নান, মদন থানার অফিসার ইসচার্জ ফেরদৌস আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি সুরুজিৎ বৈশ্য, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম হিরো, গোবিন্দশ্রী সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইফতেখারুল আলম চৌধুরী আজাদ, মাঘান ইউপি চেয়ারম্যান জি এম কায়কোবাদ সহ মদন পৌরসভার নব নির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ।