নিজস্ব প্রতিনিধি : পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম-পিপিএম করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। পেশাগত কাজে জেলার বিভিন্ন স্থানে বিচরণের জন্য তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বর্তমানে শারীরিক ভাবে সুস্থ আছেন। তিনি পাবনাবাসীর কাছে পুলিশ সুপারের জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি পাবনাবাসীকে সচেতনতার সাথে শারীরিক দুরত্ব বজায় রেখে চলাফেলা এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।
সিভিল সার্জন মেহেদী ইকবাল জানান, জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত দশজন সুস্থ হয়েছেন। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। বাকী সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। পাবনায় করোনায় চার জনের মৃত্যু হয়েছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল। এরপর গত এক মাস ২৬ দিনে জেলার ৯ উপজেলায় ১৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।