মদনে আলকাতরা জাতীয় তরল পদার্থ প্রয়োগে পুকুরে মাছ নিধন

মোশাররফ হোসেন, মদন: নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধোবাওয়ালা গ্রামে গত ১৮ মার্চ কুসুম উদ্দিনের পুকুরে একই গ্রামের পিতা-মৃত কুনু মিয়ার ছেলে মোঃ শহীদুল্লাহ সাথে পূর্ব শুত্রুতার জের ধরে আলকাতরা জাতীয় পদার্থ প্রয়োগ করিয়া পুকুরে থাকা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে । যার আনুমানিক মূল্য ৫০০০০(পঞ্চাশ হাজার টাকা ) এজাহার সুত্রে জানা যায় গত ১০ মার্চ পুকুরে মালিক কুসুমউদ্দিনকে সাইকুল ও সাইদুল রাব্বি মিয়া পরিকল্পিতভাবে দা লাটি সোটা সহ দেশিয় অস্ত্রে সর্জ্জিত হইয়া এলোপাথারিভাবে পিটাইয়া মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে।

এলাকার লোকজনে সহায়তায় আহত কুসুমউদ্দিনকে মদন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরবর্তীতে আহতের স্ত্রী বেদেনা আক্তার বাদী হয়ে মদন থানায় ৪জনের নামে ও অজ্ঞাতনামা তিন থেকে চার জনের নামে মামলা দায়ের করে। মাছ নিধন বিষয়ে উপজেলা চলতি দায়িত্বে থাকা মৎস্যে কর্মকর্তা গোলাম মোস্তুফার নিকট জানতে চাইলে তিনি জানান মাছ বিষ দিয়ে প্রয়োগ করেছে কি না তা পরীক্ষা করার মতো উপজেলা পর্যায়ে যন্ত্র না থাকায় পরীক্ষা করা সম্ভব হয় না। মদন থানার মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান মামলাটি কোর্টে প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতার সম্পর্কে জানতে চাইলে তিনি বলের এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করা হয়নি।

মদনে আলকাতরা জাতীয় তরল পদার্থ প্রয়োগে পুকুরে মাছ নিধন
Comments (0)
Add Comment