পাবনা প্রতিনিধি : মহাপ্রাণঘাতি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে । জেলা সিভিল সার্জন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে ।
মৃত ব্যক্তিরা হলেন; পাবনার ভাঙ্গুড়া উপজেলার আজাহার উদ্দিন (৪৫), পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরে জেমস সুব্রত গোস্বামী (৫০) এবং পাবনা সদরের আরিফপুর আছিরউদ্দিন সরদার স্কুলের শিক্ষক আশরাফ উদ্দিন মাষ্টার (৬৫)।
সিভিল সার্জন অফিস সুত্র জানায়, মৃতরা নিজ নিজ বাড়ীতে করোনা উপসর্গ জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। বিধি মোতাবেক মৃত ব্যক্তিদের কবরস্থ করা হয়েছে। আর এই দাফন কাফনে পাবনার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজ উদ্যোগেই সম্পন্ন করেছে।
সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, শুক্রবার ঢাকা ল্যাব থেকে আসা রিপোর্টে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম-পিপিএম’র করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তিনি শারীরিক ভাবে সুস্থ আছেন। বর্তমানে তিনি নিজের বাংলোতে আইসোলশনে অবস্থান করছেন। এর আগে পাবনা পুলিশ লাইনে দুই এসআইসহ আরও ১১ পুলিশের করোনা সনাক্ত হয়।