সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি পালিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকেলে রেলগেট মোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক জেলা সভাপতি গোড়াচাঁদ অধিকারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডোমার উপজেলা শাখার সভাপতি রামকৃষ্ণ বর্মণ, সম্পাদক অমরজিৎ সিংহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডোমার উপজেলা শাখার সম্পাদক দিলীপ মুখোপাধ্যায়, সিনিয়র সহ-সভাপতি জগবন্ধু রায়, সহ সম্পাদক তাপস অধিকারী, প্রধান শিক্ষক তরনী কান্ত রায়, রমনী কান্ত রায় প্রমূখ। এসময় বক্তারা দোষীদের কঠোর শাস্তি দাবী করেন।