পাবনা প্রতিনিধি : পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির জোষ্ঠ সহসভাপতি ও পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে এক প্রতিক্রিয়ায় বলেছেন, করোনাকালের দুযোর্গে এটি বাস্তববাদী, মানুষকে বাচানো, দারিদ্র বিমোচন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য উন্নয়নমুলক বাজেট। পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি ও পাবনা জেলা যুবলীগের আহবায়ক মো. আলী মর্তুজা বিশ্বাস সনি শুক্রবার দুপুরে এক প্রতিক্রিয়ায় এই মতামত ব্যক্ত করেন। তিনি প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে বলেছেন, স্বাস্থ্যখাতে বরাদ্দে মানুষ স্বস্তি পেয়েছে। এ ছাড়া শিল্প, বাণিজ্য, বিনিয়োগ ও দারিদ্র্য বিমোচনের বিভিন্ন উন্নয়ন কৌশলগুলির উন্নতিতে এই বাজেট ইতিবাচক ভূমিকা পালন করবে। তারা আরও বলেন, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির ফলে দেশের সব ধরণের শিক্ষা বৃদ্ধি পাবে।