নকলা, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার রিহিলা গ্রামে পাতকোয়ার মাধ্যমে সৌর বিদুৎতের সাহায্যে আবাদ করেছেন বহু কৃষক । স্থানীয় সংসদ সদ কর্তৃক টিআরএর অর্থে মাঠে বসানো হয়েছে ডাগওয়েল বা পাতকোয়া বি এ ডিসি সেচ বিভাগ এই প্রযুক্তি সম্প্রাসারণ করে পাতকোয়ার মাধ্যমে কৃষকরা খুব সহজে সবজি উৎপাদন করতে পারছেন । রিহিলা গ্রামের কৃষক মোশারফ হোসেন সেই পাতকোয়ার পানি ব্যবহার করে বারি পানিকচু ৫ আবাদ করে লাভবান হচ্ছেন তিনি জানান কৃষি প্রনোদনার মাধ্যমে ৪০ শতক জমিতে বারি পানিকচু চাষ করেছেন তার খরচ মাত্র ২০ হাজার টাকা উৎপাদিত ফসল কন্দাল জাতের লাল রং গেরকচু ও লতি বিক্রি করে পাবেন ৬০-৭০ হাজার টাকা এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস জানান কৃষক যাতে সহজে সবজি ও কন্দাল জাতের ফসল উৎপাদন করতে পারে এজন্য বীজ সার সহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে । বি এডিসি সেচ বিভাগের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডক্টর বদরুল আলম বলেন বি এ ডিসি’র পাতকোয়া বা ডাগওয়েলোর মাধ্যমে চাষীরা আবাদ করে উপকৃত হচ্ছেন রিহিলা গ্রামের চাষীরা এ সৌর বিদুৎ চালিত পাতকোয়া ব্যবহার করে ২২ রকমের সবজি উৎপাদন করছেন।