করোনার সংক্রমন ঠেকাতে রাঙামাটি জেলা প্রশাসনের ১৬ দফা নির্দেশনা

মাহফুজ আলম, কাপ্তাই( রাঙামাটি) থেকে : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে দু’সপ্তাহের জন্য রাঙামাটি পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধের নির্দেশনা দিয়েছে প্রশাসন। বুধবার (৩১ মার্চ) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘কোভিড-১৯ সংক্রমণে’ করণীয় শীর্ষক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এমন ঘোষণার ফলে রাঙামাটি জেলার সব পর্যটন কেন্দ্রে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পর্যটকদের প্রবেশাধিকার বন্ধ থাকবে। বন্ধ থাকবে আবাসিক হোটেলও। এছাড়াও জনগনকে স্বাস্থ্য বিধি মনে চলার জন উদ্বুদ্ধকরনে সরজমিনে ও কাপ্তাই উপজেলা প্রশাসন পেইজে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান আহবান রেখে বলেন আসুন সকলে সরকারি নির্দেশনা সমুহ মেনে চলি, করোনা থেকে দুরে থাকি।

রাঙামাটি জেলা প্রশাসন
Comments (0)
Add Comment