মাহফুজ আলম, কাপ্তাই : করোনাভাইরাসের সংক্রমন রোধে কাপ্তাই বড়ইছড়ি সাপ্তাহিক বাজার বার ৭ এপ্রিল বুধবারে এলাকা বাসী ও ক্রেতাদের মাঝে মাস্ক পরিধান করা এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে সংগীয় ফোর্সদের নিয়ে প্রচারাভিযান চালিয়ে জনসাধারণদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধকরন কার্যক্রম পরিচালনা কালে বলেন বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ছে.করোনার বর্তমান স্ট্রেইন ৭০ গুণ বেশি সংক্রমন ক্ষমতা সম্পন্ন।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন জানান মাননীয় প্রধানমন্ত্রী জীবন ও জীবিকাকে সমুন্নত রাখার মাধ্যমে দেশের অর্থনীতির চাঁকা সচল রাখার জন্য ইতিপূর্বে বেশ কিছু নির্দেশনা প্রদান করছেন, মুল্যবান এ নির্দেশনা গুলো দেশ ও জনস্বার্থে সকলেই মেনে চলা উচিত। তাই সরকারি বিধিনিষেধ কঠোরভাবে পালনের জন্য জনগণকে সচেতন করতে আমাদের এই পথযাত্রা ।