জমি সংক্রান্ত বিরোদে ঘর বাড়ি ভাংচুর লুটপাট স্বর্ণালংকার চুরি

ইউসুফ আলী মন্ডল, নকলা শেরপুর প্রতিনিধি  : জমি সংক্রান্ত বিরোদে ঘর বাড়ি ভাংচুর লুটপাট স্বর্ণালংকার চুরির অভিযোগ । নকলা উপজেলার চর অষ্টদর ইউনিয়নের কামানির পাড় গ্রামে ঘটনাটি ঘটেছে । জানা গেছে, ঐ গ্রামের মৃত মাইজ উদ্দিনের ছেলে গোলাম মোস্তুফা , তোতা মিয়া , ২০ শতক জমিতে বাড়ি করে বসবাস করে আসছে এর মধ্যে ঐ জমির ভুয়া মালিক সেজে হানি মিয়া , রহুল আমিন,আরিফুল হক , সন্ডাগন্ডা ভাড়া করে এনে লুটপাট করে ঘরে থাকা সমস্ত মালামাল লুট করে ঐ বাড়িতে থাকা ৭টি গরু ছিনিয়ে নেয় , ট্রাংকে থাকা ৭০ হাজার টাকা দলিলপত্র ছেলে মেয়েদের শিক্ষনীয় সনদ নিয়ে নেয় । এ ঘটনায় রহুল আমিন বাদী হয়ে বিপরিতে ক্ষতি গ্রস্থ মোস্তুফাকে গ্রেফতার করে কোর্ট হাজতে পাঠায়এ দিকে তার ভাই তোতা মিয়া বাদী য়ে ১০ লখ ২০ হাজার টাকায় ক্ষতি হয়েছে বলে উল্লেখ্য করে নকলা থানায় একটি মামলা করলে পুলিশ তদন্ত করবে বলে তাদেরকে আশ্বাস দেন। ঘটনাটি ঘটিয়েছে এলাকার শাজাহান নামে এক বিচারক বিএনপির নেতা আরো কতিপয়  বিএনপি সমর্থক নেতাকর্মী । এলাকার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী  মেম্বার আবুল হোসেন , ব্যবসায়ী বিল্লাল আলমস ত্যতা স্বীকার করেছেন । এলাকাবাসী অভিযুক্ত হানি মিয়া , রহুল আমিন,আরফুল হক এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।

নকলা উপজেলা
Comments (0)
Add Comment