ইউসুফ আলী মন্ডল, নকলা শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে অবস্থিত প্রায় ২০০/৩০০ বছর আগে প্রাকৃতিকভাবে গড়ে উঠা বড়ডুবি ও দশআনি নদী অবৈধ দখলকারীরা পুকুর তৈরী করে ও ফসল আবাদ করে প্রাকৃতিক পরিবেশ ধবংস করছে । এখানে মাছের অবয়ারন্য নষ্ট হচ্ছে সেই সাথে নানা দেশী বিদেশী পাখি পদ্ম ফুল, পানি ফল ,পাখির অভয়াশ্রম নষ্ট হচ্ছে । এলাকাবাসীর দাবী নদীর অবৈধ দখলকারদের হাত থেকে রক্ষা করে পর্যটক স্পর্ট হিসেবে গড়ে তোলার তা না হলে অবৈধ দখলদার দের উচ্ছেদ করে মাছের উৎপাদন বাড়ানো প্রয়োজন ।