মাহফুজ আলম, কাপ্তাই থেকে : সম্প্রতি মাওলানা মামুনুল হকের পক্ষে ও ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক ছাত্রলীগ নেতা মো. ওমর ফারুক কে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।বুধবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুর উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক আল লিমন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুককে সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে বহিষ্কৃত ওমর ফারুক থেকে জানতে চাইলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান বিষয়টি তদন্তে নিশ্চিত হওয়ার দাবী রাখেন।