তিনি জানান, পাবনায় জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত সংখ্যা ২০৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ১১২ জন করোনা আক্রান্ত রোগী নিয়ে শীর্ষে অবস্থান করছে। এছাড়া সুজানগরে ৩৩ জন, সাঁথিয়ায় ১৬ জন, ঈশ্বরদীতে ১৬ জন, আটঘরিয়ায় ১১ জন, ভাঙ্গুড়ায় ১১ জন, চাটমোহরে ০৫ জন, ফরিদপুরে ৪ জন এবং বেড়া উপজেলায় একজন করোনা শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী ল্যাবে গত ২৪ ঘন্টায় ২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধে ০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে । শনাক্ত ব্যক্তিদের মধ্যে চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আছেন।
সিভিল সার্জন মেহেদী ইকবাল জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ১৫ জন সুস্থ হয়েছেন। অনেকের মধ্যে কোনো উপসর্গ নেই। প্রায় সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৫ জন। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত পাবনায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল। এরপর আজ জেলার ৯ উপজেলায় ২০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।