রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি : ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বান্দরবানে মো: জিহাদ (৩০) নামে বিএনপি’র এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ফেসবুক প্রোফাইলে জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব পরিচয় দেয় জিহাদ । শনিবার (১৭ এপ্রিল) সকালে বান্দরবান সদরের ৬ নং ওয়ার্ডের স্টেডিয়াম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সরকার ঘোষিত লকডাউনের বিরোধিতা করে গত ১৪ এপ্রিল সকাল ১০ টায় ব্যাংক খোলা,হাজার হাজার শ্রমিক দিয়ে কলকারখানা খোলা,মসজিদের বেলায় ২০জন বাদে মসজিদে তালা এটার নামই লকডাউন এরকম একটি স্ট্যাটাস নিজ ফেসবুকে দেয়। এছাড়াও একই দিন সন্ধ্যা ৭টায় মাফিয়া বাহিনী শুধু দেশ ধ্বংসের স্বপ্নে মগ্ন, তারা ভুল করেও জনগনের কল্যাণে ম্বপ্ন দেখতে পারে না এবং রাত ৯টায় লকডাউনের নামে রমজান মাসে আলেমদের গ্রেফতার কি বার্তা বহন করেছে বাংলাদেশ এরকম আরো একটি স্ট্যাটাস দেয়।
এজাহার সূত্রে আরো জানা যায়, দেশের লকডাউনকে মাফিয়া লকডাউন হিসেবে চিহ্নিত করে জিহাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরো লেখেন, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে পশ্চিমা তীরে সম্প্রীতি ইসরায়েলি সেনারা এই করোনা মহামারিরর সময় বর্বরতা চালাচ্ছে…। আর বাংলাদেশের মাফিয়া লক ডাউনে বিএনপির ১৭৯ জন, জামায়াত ৮০ জন, হেফাজত ২০০জন ও নুরুর ৫২ জন গ্রেফতার করে বিরোধী দল দমন চালাচ্ছে।
এছাড়াও লকডাউন সম্পর্কে খেটে খাওয় মানুষের কথা লিখতে গিয়ে পরের দিন ১৫ এপ্রিল রাত ৮ টার দিকে আবারও লিখেন, খাবার দাও নইলে মানচিত্র ছিড়ে খাবে। রাজনৈতিক লকডাউন অভিশাপ খেটে খাওয়া মানুষের উপর চাপিয়ে দেওয়া ভালো কিছু বয়ে আসবে না । ক্ষুধা যন্ত্রনার কাছে লকডাউন লকডাউনই তুচ্ছ।
তার এরকম পোস্টে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট, সুনাম ক্ষুণ হওয়ার পাশাপাশি বিভ্রান্তি ছড়াতে পারে । আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটার আশঙ্কায় তাকে ডিজিটাল আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী জানান, রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালানোর অপরাধে মো: জিহাদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)/৩১(২) ধারার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে।