মাহফুজ আলম, কাপ্তাই : রাজস্থলীর পার্শ্ববর্তী কাপ্তাই উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় রাতের অন্ধকারে থুইমং মারমা (২২) এক উপজাতি মহিলাকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করেছে আথুই মারমা নামের এক যুবক । জানা যায় গেল ১৭ এপ্রিল শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা আগা পাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন মধ্য বয়সী থুইমং মারমা নামের এক নারী। বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞেমং মারমা জানান, ঐ এলাকার স্থানীয় যুবক স্বামী পরিত্যক্তা নারী কে একা পেয়ে মোবাইল ছিনতাই করার চেষ্টা করলে মহিলার আত্মচিৎকার করলে এক উপজাতি সন্ত্রাসী যুবক গৃহ বধুর হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয় এবং ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে মাথা, গলা, হাতে ও পায়ে গুরুতর ভাবে আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করেন বলে জানা গেছে। অভিযুক্ত আথুই মারমা একই এলাকার রেগ্গা মারমার ছেলে। সে একজন বিবাহিত যুবক। চন্দ্রঘোনাথানার অফিসার্স ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী এ প্রতিনিধিকে বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনার সাথে জড়িত ব্যাক্তিকে আটক করতে পুলিশি তৎপরতা চলছে । গৃহবধুর পরিবারের পক্ষ হতে অভিযুক্ত আথুই মারমা (লহই) কে আসামী করে চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।