ইউসুফ আলী মন্ডল , নকলা শেরপুর থেকে : নিচ থেকে মাটি সরে গেছে তবুও মানুষ ঝুঁকি নিয়েই যাতায়াত করছে উরফাপিছলা কুড়িব্রীজ দিয়ে । যেকোন মুহূর্তে বেঙ্গে যেতে পারে ব্রিজটি, অতি সত্ত্বর মেরামতের দাবী এলাকবাসীর । শেরপুর জেলার নকলা উপজেলার উত্তর সিমানায় অবস্থিত উরফাপিছলা কুড়িব্রীজ , প্রায় ২০ বছর আগে ৩ কোটি টাকায় নির্মাণ করা হয় এ ব্রিজটি এ ব্রিজটির সাথে নকলার প্রায় ১০ হাজার লোক নালিতাবাড়ির ৩টি ইউনিয়নের প্রায় আরো ১১ হাজার লোক প্রতিদিন যাতায়াত করে । একটি অবৈধ বালু উত্তোলনকারী চক্র ব্রিজের নিচ থেকে বালু তুলে নেওয়ায় ব্রীজটি ৫০ ফুট উপরে লড়বড়ে অবস্থায় রয়েছে , দুপাশের মাটি সড়ে যাওয়ায় বিপদজনক অবস্থায় রয়েছে । জরুরি মেরামত করে মাটি ভরাট করা না হলে যেকোন সময় ভেঙ্গ পড়তে পারে ব্রিজটি । এলাকাবাসী ব্রিজ দ্রুত মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করছে ।