ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীএয়ারপোর্টে মোড় সংলগ্ন রবিউলের গুড়ের আড়তে প্রশাসনের অভিযানে ব্যাবসায়ী রবীউল আটক, ১ লক্ষ টাকা জরিমানা ভেজাল গুড় নষ্ট।
আজ ২৩ এপ্রিল শুক্রবার সকালে লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের ঈশ্বরদী এয়ারপোর্ট মোড় সংলগ্ন রবিউলের গুড়ের আড়তে ভেজাল গুড় তৈরির সময় অভিযান চালিয়েছে লালপুর উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আলহাজ্ব রবীউল ইসলাম কে ৩ মাসের কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা, ১৮ বস্তা চিনি নিলামে বিক্রি করা হয় ৫০ হাজার ৪০০টাকায়।
চিটা গুড়ে চিনি মিশিয়ে গুড় তৈরীর সময় ২ কড়াই ভেজাল গুড়ে মাটি বালি দিয়ে নষ্ট করা হয়েছে। অন্যদিকে প্রায় ২ লক্ষ টাকার ভেজাল গুড় মাটিতে ফেলে নষ্ট করেছে প্রশাসন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লালপুরের সহকারী কমিশনার ভূমি ও (দায়িত্ব প্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার শমীমা আক্তার। সহযোগিতা করেন নাটোর র্যবের একটি চৌকস দল।